May 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

চোখের রংই যখন চরিত্রের আয়না  !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

দিও ‘চোখের জলের হয়না কোনো রঙ’-তবুও, চোখের রঙ দেখে আপনি মানুষের চরিত্র ও স্বভাব সম্পর্কে বুঝতে পারবেন অনেকটাই। চারপাশে সাধারণত বাদামী ও কটা চোখের মানুষদেরই আমরা বেশি দেখতে পাই। নীল ও সবুজ রঙের চোখও খুঁজে পাওয়া যায়৷ তবে, এশীয়দের মধ্যে তা খুব কমই দেখা যায়৷

আসুন চোখের রঙকে বিবেচনায় নিয়ে মানুষ চিনে নিই…

কালো চোখ:

চোখের রঙ যাদের কালো তারা খুব রহস্যময় হয়ে থাকেন৷ তারা আগে থেকে কোনো কিছুর পূর্বাভাস পেয়ে যান৷কালো রঙের চোখের মানুষ খুব বুদ্ধিমান হয়ে থাকেন। এদের উপর ভরসা করা যায়৷ কোনো কাজের দায়িত্ব পেলে তা শেষ করেই ছাড়েন তারা৷ তারা খুব কর্মঠ৷মান-সম্মান, প্রতিপত্তি ও আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকেন তারা।

বাদামি রংয়ের চোখ:

বাদামি রংয়ের চোখ যাদের তারা খুব আনন্দ-ফূর্তি করতে ভালোবাসেন৷ এই চোখের মানুষ সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং সব পরিস্থিতিতে নিজেকে সুন্দর মানিয়ে নিতে পারেন৷ এই স্বভাবের জন্য অনেকে এদের প্রতি আকর্ষিত হন৷

ঘোলাটে চোখ:

যাদের ঘোলাটে চোখ তারা খুব আকর্ষণীয় হয়ে থাকেন৷ এদের আত্মবিশ্বাস প্রবল৷ দৃঢ়চেতা স্বভাবের হলেও কখনো-কখনো অন্যের কাছে নিজেকে ঠিকমতো মেলে ধরতে পারেন না তারা৷ সাধারণত তারা ধনী হন৷

ধূসর চোখ:

যাদের চোখের রঙ ধূসর তারা খুব প্রভাবশালী হন৷ কিন্তু আক্রমণাত্মক মনোভাব তাদের থাকে না৷ বরং তারা খুব বিনম্র ও সাহসী হন৷ কাউকে ভালোবাসলে অন্তর থেকে ভালোবাসেন৷ তাদের বিশ্লেষণ ক্ষমতা খুব ভালো৷ সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মানসিকতা থাকে৷

সবুজ চোখ:

যাদের চোখের রঙ সবুজ তারা খুব বুদ্ধিমান হন৷ তারা অন্যকে যেকোনো কাজে উৎসাহিত করতে পারেন৷ কোনো কাজ করবেন বলে ঠিক করলে উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়েন৷ তবে এদের মধ্যে ঈর্ষান্বিত মনোভাব থাকে৷

নীল চোখ:

যাদের চোখের রঙ নীল তাদের চেহারা খুব আকর্ষিত হয়৷ দেখতে শান্ত স্বভাবের হলেও এরা ‘ফ্লার্ট’ করতে খুব ভালোবাসে৷ তারা অন্যকে খুশি করতে চান৷ খুব দয়ালু হন তারা৷ সব বিষয়ে তাদের জ্ঞান থাকে৷

Related Posts

Leave a Reply