May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বিশ্বকে চমকে দিয়ে ‘স্পেস ব্রিকস’ তৈরী করে ফেললেন ভারতীয় বিজ্ঞানীরা  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বকে চমকে দিয়ে ‘স্পেস ব্রিকস’ তৈরী করে ফেললেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’। সম্প্রতি এই বিষয়ে দু’টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দু’টি আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নালে। একটি, ‘সেরামিক্স ইন্টারন্যাশনাল’। অন্যটি-‘প্লস ওয়ান’। বেঁচে থাকার রসদ ক্রমশ ফুরিয়ে আসছে পৃথিবীতে। তাই বিকল্প হিসেবে চাঁদ এবং মঙ্গলের মাটিতে বসবাসের পরিকল্পনা শুরু হয়েছে দীর্ঘ বছর আগেই।

এই ইট তৈরির ক্ষেত্রে সিমেন্টের কাজ করছে গুয়ার মটরশুটি। বিশেষ প্রজাতির এই মটরশুটি গদের আঠার মতো কাজ করে। গবেষকরা চাঁদ থেকে আনা মাটির নকল নমুনার সঙ্গে ব্যাকটেরিয়া, ইউরিয়া আর ক্যালসিয়াম মিশিয়ে তৈরী করে ফেলেছেন জমাট বাধা ইট। ইসরোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কৌশিক বিশ্বনাথন জানান, ‘এই ইটকে ইচ্ছেমতো আকার দেওয়া যায় তৈরির সময়।’’

Related Posts

Leave a Reply