May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

১০০ বছর পিছিয়ে যাবে বিশ্ব অর্থনীতি! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

যা পরিস্থিতি, তাতে ১০০ বছর পিছিয়ে যেতে পারে বিশ্ব অর্থনীতি! এমনই ভয়াবহ আশঙ্কা প্রকাশ করলেন বিশ্ব ব্যাংকের প্রাক্তন প্রধান রবার্ট জোয়েলিক। তার দাবি বিশ্বের দেশগুলো যদি শুধু নিজের দেশের উন্নয়নের কথা ভাবে, তাহলে সংকট আরও প্রবল আকার নেবে। এক্ষেত্রে সমস্ত দেশকে একযোগে বিশ্বের উন্নয়নের কথা ভাবতে হবে। তবেই বিশ্ব অর্থনীতিকে রক্ষা করা সম্ভব হতে পারে। তা না হলে, ১৯০০ সালের ভয়াবহ পরিণতি আরও একবার অপেক্ষা করছে বিশ্ববাসীর কাছে।

সম্প্রাতিক চীন এবং আমেরিকার বাণিজ্য যুদ্ধে ঘৃতাহুতি করেছে করোনা। যা বিশ্বের অর্থনৈতিক অস্থিরতা দিনদিন আরো বাড়িয়ে তুলছে। এই সংকট কাটিয়ে উঠতে না পারলে বিশ্ব অর্থনীতি ১০০ বছর পিছিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রাক্তন প্রধান। প্রসঙ্গত, ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ৫ বছর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০০৮ এর অর্থনৈতিক সংকটের সময় দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন তিনি।

 

Related Posts

Leave a Reply