May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

সঙ্গী উদাসীন কারণটা খুজুন বংশগত এই অসুখে ‌

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ঙ্গী তাঁর মন বুঝে চলেন না। এমন অভিযোগকারী স্বামী বা স্ত্রীর সংখ্যা নেহাত কম নয়। যা নিয়ে দাম্পত্য কলহ লেগে থাকে নিত্যদিন। তাঁদের সতর্ক করছেন ‌লন্ডনের ন্যাশনাল অটিস্টিক সোসাইটির গবেষকরা। বিজ্ঞানীদের সতর্কবার্তা, এমনটা হতে পারে বংশগত অসুখ অটিজম থেকেও। অটিজমের প্রকোপ সাধারণত পুরুষদের মধ্যে বেশি হয়। যেসব বিবাহিত পুরুষের মধ্যে অটিজম রয়েছে, সঙ্গীদের প্রতি উদাসীন ব্যবহার করার প্রবণতা তাঁদের বাড়ে সাধারণত প্রৌঢ়ত্বে এসে। ওই সময় অটিজমের জিনগুলো আরও বেশি সক্রিয় হয়ে ওঠে বলে দাবি বিজ্ঞানীদের। মহিলারা যৌবনেও সঙ্গীর প্রতি উদাসীন হতে পারেন।

অটিজমের ক্ষেত্রে এমনিতেই চারপাশের লোকজনদের সঙ্গে মেলামেশা এবং কথোপকথন ঠিকভাবে করা একটা বড় সমস্যা। এক্ষেত্রে রোগী বন্ধু, পরিজনদের সঙ্গে খোলামেলা ভাবে কথাবার্তা বলতে পারেন না। তাঁদের এড়িয়ে একা থাকতে পছন্দ করেন। স্ত্রী বা সঙ্গীর ক্ষেত্রে এই সমস্যা আরও বেড়ে যায় বলে মনে করছেন বিজ্ঞানীরা। গবেষকদের প্রধান স্টিভেন লুইস বলেছেন, ‘‌প্রায় এক হাজার দম্পতির ওপরে আমরা সমীক্ষা চালিয়েছিলাম। সেখান থেকেই দেখেছি স্বামী–‌স্ত্রীর সম্পর্কের মধ্যে অটিজম একটা বড় বাধা হয়ে উঠছে। তবে সময়মতো মনোবিদের সাহায্য নিলে সমস্যা কিছুটা কাটানো যায়।’‌‌‌

Related Posts

Leave a Reply