May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ইমরান সরকারের বিদায় ঘন্টা বাজাচ্ছেন এবার সরকারি আমলারাই 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিরোধ দিন দিন স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির মানবাধিকারকর্মী ড. এএ মির্জা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন ভাবে চলতে থাকলে আগামীতে সরকারের বিরুদ্ধে আমলারা বিদ্রোহ করবেন।

গত মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এই দাবি করেন। তিনি বলেন, পাকিস্তান সরকার ও আমলাতন্ত্রের মধ্যে গুরুতর বিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে গত দুইদিনের মন্ত্রীসভা বৈঠকে তা আরও স্পষ্ট হয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ও প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক দুর্নীতির অভিযোগ তুলেছেন খাদ্য অধিদপ্তরের সচিবের বিরুদ্ধে।পাকিস্তানি এই মানবাধিকারকর্মীর অভিযোগ ঠিক তখন এলো যখন বিরোধী রাজনৈতিক দলগুলো ইমরান খানের বিরুদ্ধে প্রতিবাদ করছে। সম্মিলিতভাবে তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে।

উল্লেখ্য, গত রবিবার পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহরে মোট ১১টি রাজনৈতিক দল একজোট হয়ে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) ব্যানারে বিশাল এক মিছিল বের করে। ওই মিছিলে তারা ইমরান খানের পদত্যাগ দাবী করেন।

Related Posts

Leave a Reply