May 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

সবচেয়ে স্থুলকায় হয়েই মাথায় বর্ষসেরার মুকুট 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ফের নিউজিল্যান্ডের বর্ষসেরা পাখির মর্যাদা পেয়েছে বিশ্বের সবচেয়ে স্থুলকায় তোতা কাকাপো। ২০০৮ সালেও বিপন্ন প্রজাতির এ পাখিটি বর্ষসেরা পাখি নির্বাচিত হয়েছিল। বিশ্বের বিপন্ন প্রাণীগুলোর একটি হল কাকাপো। এটি উড়তে পারে না।

এ বছর নিউজিল্যান্ডে সংসদীয় নির্বাচনের কারণে বর্ষসেরা পাখি নির্বাচন কিছুটা বিলম্বিত হয়েছিল। দেশটির সংসদীয় নির্বাচনে জালিয়াতির খবর পাওয়া না গেলেও এ নির্বাচনে ভোটিং জালিয়াতির অভিযোগও উঠেছিল।

বর্ষসেরা পাখিটির মুখপাত্র হিসেবে লরা কিউন বলেন, প্রথমবারের মতো কোনো পাখি দ্বিতীয়বার সেরা নির্বাচিত হয়েছে।১৯৯০ এর দশকে বিপন্ন পাখি প্রজাতির সংখ্যা ছিল ৫০। এখন যা ২১৩তে পৌঁছেছে। এদিকে সবার নজর কাড়তে এবং পরিবেশ সচেতনতা তৈরি করতে নিউজিল্যান্ডে এ আয়োজন করা হয়।

Related Posts

Leave a Reply