May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

শীতল সৌন্দর্য: গরম জলও এখানে মুহূর্তে বরফ ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কেই বোধহয় বলে শীতল সৌন্দর্য। হিমাংকের প্রায় ৪৪ ডিগ্রি নীচে নেমে গিয়েছে এখানকার তাপমাত্রা। পরিস্থিতি এমন যে, গরম জল আকাশের দিকে ছুঁড়ে দিলে মুহূর্তের মধ্যেই তা বরফে পরিণত হয়ে যাচ্ছে৷ এমনই অবাক ঘটনার সাক্ষী হতে চাইলে আপনাকে যেতে হবে চীনের উত্তরাঞ্চলের মোহে শহরে।

প্রতি বছরই এই শীতের সময় উওর চীনের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা হিমাংকের অনেকটাই নিচে নেমে যায়। এখানে গরম জল ওপরের দিকে ছুড়ে দিলে সেই জল বরফ হয়ে মাটিতে আছড়ে পরে। এমন অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকতে এই সময় এখানে ছুটে আসেন দেশ-বিদেশের বহু পর্যটক।

Related Posts

Leave a Reply