May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জলশূন্য হওয়ার পথে তুরস্ক 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

লশূন্য হওয়ার পথে তুরস্ক। আর মাত্র কয়েক মাসের মধ্যেই ভয়াবহ সংকটের মধ্যে পড়তে চলেছে পারস্য উপসাগর সংলগ্ন এই দেশ। সবচেয়ে ভয়াবহ অবস্থা ইস্তাম্বুলের। আর মাত্র দেড়মাসের মধ্যেই সম্পূর্ণ জলশূন্য হয়ে পড়বে ১ কোটি ৭০ লক্ষ জনসংখ্যার এই শহরটি।

দেশের অন্যান্য শহরগুলোরও একই অবস্থা। মূলত জলের অপরিমিত ব্যবহারের কারণেই এই সঙ্কট বলে অভিযোগ উঠেছে। ইস্তাম্বুলের জল সরবরাহের প্রধান উৎস ওমেরিল বাঁধের জলস্তর গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে হয়েছে। রাজধানী আঙ্কারায় আর মাত্র ১১০ দিন চলার মতো জল রয়েছে। আরো দুটি বড় শহর ইজমির ও বুরসা যথাক্রমে ৩৬ ও ২৪ শতাংশ পানি অবশিষ্ট রয়েছে।

Related Posts

Leave a Reply