May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভিক্টরিয়ায় চূড়ান্ত অপমানিত মুখমন্ত্রী মমতা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভিক্টরিয়া মেমোরিয়ালে সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিনা বাক্যব্যয়েই মঞ্চ ত্যাগ করলেন অপমানিত মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত আজ নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক একটি অনুষ্ঠানের আয়োজন করে ভিক্টরিয়ায়। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দোপাধ্যায়কে। সেখানেই হঠাৎ করে তাল কাটে ‘জয় শ্রী রাম’ ধ্বনি।

ঠিক কি ঘটেছিলো সেখানে… অনুষ্ঠান চলাকালীন এক সময় মমতাকে কিছু বলতে বলা হয়। তিনি বলতে ওঠার সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে থেকে জয় শ্রী রাম স্লোগান ওঠে। তৎক্ষণাৎ তার প্রতিবাদ করে মঞ্চ থেকে নেমে যান তিনি।মমতা প্রধানমন্ত্রীর সামনেই তীব্র প্রতিবাদের মাধ্যমে জানিয়ে দেন ‘সরকারি অনুষ্ঠানকে এভাবে দলীয় অনুষ্ঠানে রূপান্তর করা উচিৎ নয়। এই ঘটনার পর তীব্র ধিক্কারে ফেটে পড়েন বাংলার আপামর জনতা। রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রকেরই উচিৎ ছিলো ঘটনার পর পরই বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নেওয়া।

Related Posts

Leave a Reply