May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

চীনের গুহায় করোনার খোঁজে বিশ্ব সাস্থ সংস্থার বিজ্ঞানীরা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বাদুড় এবং গুহা! এই দুটিকেই বর্তমানে পাখির চোখ হিসেবে দেখছেন করোনা ভাইরাসের উৎসসন্ধানে নামা বিজ্ঞানীদের। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদল বিশেষজ্ঞ চীনের উহানে বর্তমানে তদন্ত চালাচ্ছেন বর্তমান অতিমারীর উৎসসন্ধানে।

মূলত করোনার জেনেটিক প্রমাণ বা উৎস সন্ধানে নেমেছেন এই বিশেষ দল। বিশ্বজুড়ে এই ভাইরাসের উৎসস্থল হিসেবে উঠে আসা চীনের উহানের সমস্ত কিছুই খতিয়ে দেখতে চান তারা। সেখানকার সমস্ত গুহাগুলি বর্তমানে তাঁদের তীক্ষ্ণ নজরে রয়েছে বলে জানা যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের সদস্য পিটার দাসজ্যাক। যিনি একজন প্রাণী বিশেষজ্ঞও। তার বক্তব্য, ২০১৯ এর ডিসেম্বর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সম্পর্কে নতুন কিছু তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে। যদিও সে ব্যাপারে সম্পূর্ণ খোসলা করেননি তিনি। তবে তার বক্তব্য, এই ভাইরাস কোনও পরীক্ষাগারে তৈরি হয়নি। প্রসঙ্গত, আমেরিকা প্রথম দিন থেকেই অভিযোগ জানিয়ে আসছে চীন থেকেই করোনার উৎপত্তি। যদিও চীনের দাবি, করোনার আগমন ঘটেছে অন্য কোনও দেশ থেকে।

Related Posts

Leave a Reply