May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দমাতে না পেরে শেষ করে দিতে চেয়েছে মমতাকে, হুঁশিয়ারি তৃণমূলের

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ড়যন্ত্র করেই মমতার বিরুদ্ধে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা এই প্রথম নয়, তবে কোনও কিছুই তাঁর ইচ্ছাশক্তিকে গুঁড়িয়ে দিতে পারেনি৷ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনার পর টুইট করে এ কথা বলেছে তৃণমূল কংগ্রেস৷ দলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে করা টুইটে মুখ্যমন্ত্রীর উপর হামলারই অভিযোগ আনা হয়েছে৷ স্বয়ং তৃণমূল নেত্রীও একই অভিযোগ করেছিলেন৷
গ্রিন করিডর করে রাতেই কলকাতার এসএসকেএমে নিয়ে আসা হয় মমতাকে নন্দীগ্রামে আহত হওয়ার পর গ্রিন করিডর করে রাতেই কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁর বাঁ পায়ের গোড়ালি, পায়ের পাতার হাড়ে গুরুতর চোট লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ আজ ফের সিটি স্ক্যান করা হবে মুখ্যমন্ত্রীর৷ তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ডাক্তাররা৷
গভীর রাতে নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই একই অভিযোগ তুলে ধরে তৃণমূলও৷ টুইটে তারা লেখে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা এই প্রথম নয়৷ এর আগেও কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এই ঐতিহাসিক স্থানেই তাঁর উপর হামলা চালানো হয়েছে৷ তবে কোনওকিছুই তাঁর ইচ্ছেশক্তিকে অবদমিত করতে পারেনি৷ তিনি আপনার দৃপ্ত কণ্ঠ হয়ে এসেছেন, হচ্ছেন এবং হবেনও৷’
‘ষড়যন্ত্র করে মমতার উপর হামলা’ বাংলার মানুষের থেকে যে অভূতপূর্ব সাড়া তিনি পেয়েছিলেন, তা দেখার পরই ষড়যন্ত্র করে মমতার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ তৃণমূলের৷ টুইটে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ‘মাননীয়া মমতাকে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই নন্দীগ্রামে আক্রমণ করা হল। ৪-৫ জন মিলে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা দেয়, যার ফলে তাঁর পায়ে ভীষণ রকম
হাসপাতালের বাইরেই অবস্থান করেন তৃণমূলের কর্মীরা মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে হাসপাতালের বাইরেই অবস্থান করেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা৷ যদিও বিজেপি, কংগ্রেসের অভিযোগ, সমবেদনা কিনে ভোটে জেতার জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন জাতীয় রাজনীতিতে তাঁর বন্ধুরা৷
বিহারের তেজস্বী যাদব থেকে উত্তর প্রদেশের অখিলেশ যাদব ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা৷ এদিকে আজ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার কথা ছিল তৃণমূলের৷ তবে উদ্ভুত পরিস্থিতিতে সেই কর্মসুচি স্থগিত রেখেছে দল৷ মমতার সুস্থতার গতিবিধি বুঝে পরে ইস্তেহার ঘোষণার দিন ঠিক করা হবে৷

Related Posts

Leave a Reply