May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

#রিজাইনমোদি – বন্ধ করেও চালু করতে বাধ্য হলো ফেসবুক  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

ভারতে করোনা সঙ্কটের দায় নিয়ে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি তুলেছেন নেটিজনদের একটা অংশ। গত কয়েকদিন ধরে চলতে থাকা এই দাবি হঠাৎ করেই টুইটারের হ্যাসট্যাগ হ্যান্ডেলে শীর্ষস্থানের দখল নিয়েছে। অভিযোগ, এরপরই এই হ্যান্ডেল বন্ধ করে দেয় ফেসবুক কতৃপক্ষ। জানা যাচ্ছে, বুধবার বেশ কয়েকঘন্টার জন্য ফেসবুক ওই হ্যাশট্যাগ বন্ধ করে দেয়। বলা হয়, ওই হ্যাশট্যাগ ফেসবুকের নীতির পরিপন্থী। যদিও বিদেশের মানুষ তা পড়তে পারছিলেন।

এর পরই অনেকে ফেসবুক বয়কট করারও ডাক দেওয়া হয়। প্রবল সমালোচনার মুখে ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন জানান, ভুলবশত ওই হ্যাশট্যাগ বন্ধ করে দেওয়া হলেও আবার তা চালু করে দেওয়া হয়েছে। তার পর আজ বৃহস্পতিবারও টুইটারের হ্যাশট্যাগের তালিকায় শীর্ষে রয়েছে এই #রিজাইনমোদি। প্রসঙ্গত, গত ২২ এবং ২৩ এপ্রিল টুইটার কর্তৃপক্ষকে এগুলি নিষিদ্ধ করার নির্দেশ দেয় কেন্দ্র।

Related Posts

Leave a Reply