May 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বয়েসের ভারে ন্যুব্জ বিশ্বের সবচেয়ে সবচেয়ে সুখী দেশ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

য়সের ভারে ন্যুব্জ ফিনল্যান্ড। দেশজুড়ে কর্মক্ষম মানুষের আকাল। বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ডে ৩৯ শতাংশ কর্মীর বয়স বর্তমানে ৬৫ বছর বা তার বেশি। আগামী ১০ বছরের মধ্যে এই মানুষের সংখ্যা দাঁড়াবে ৪৭ শতাংশ। এই পরিস্থিতিতে এখন বিদেশিরাই ভরসা ফিনল্যান্ডের। জানা যাচ্ছে, ফিনল্যান্ডে কর্মক্ষম মানুষের সংখ্যা ব্যাপক হরে কমে চলেছে। বর্তমানে বিদেশি কর্মীরাই এই পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডের জীবনযাত্রার মান যথেষ্ট উঁচু এবং স্বাধীনচেতা। এখানে দুর্নীতি প্রায় নেই বললেই চলে। এই দেশ দ্রব্য মূল্য, প্রবল ঠান্ডা ও জটিল ভাষার জন্য পরিচিত। একই সঙ্গে বিদেশি কর্মীদের নিয়োগে অনীহা রয়েছে এখানকার মানুষের। কর্মক্ষেত্রে ফিনল্যান্ডের কোম্পানিগুলোর বিভেদমূলক মনোভাবের কারণে বিদেশি শ্রমিকরা এইদেশে আসতে উৎসাহ বোধ করে না।

Related Posts

Leave a Reply