June 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মদ্যপের কাণ্ড সৌরমণ্ডলে, মহাকাশে চারিদিকে শুধুই  অ্যালকোহল

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :  
শুধু মদ্যপ অবস্থায় সে ঢুকেই পড়েনি সৌরমণ্ডলে! আপাদমস্তক মদে ডুবে থেকে সে প্রদক্ষিণ করে চলেছে সূর্যকে। আর সেই প্রদক্ষিণের পথে সেই মদ্যপের ‘মুখ’ আর ‘নিঃশ্বাস’ থেকে মহাকাশে ছড়িয়ে পড়ছে রাশি রাশি অ্যালকোহল। সেই মদ্যপ আদতে একটি ধূমকেতু। তার নাম ‘৪৬/পি- ভিরটানেন’। মদ্যপ ধূমকেতুটি ধরা পড়েছে হাউইয়ের ডব্লিউ এম কেক অবজারভেটরির খুব শক্তিশালী টেলিস্কোপে। নাসা জানিয়েছে, এর আগে এতটা মদ্যপ কোনও ধূমকেতু বা কোনও মহাজাগতিক বস্তুর আর হদিশ মেলেনি। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘দ্য প্ল্যানেটারি সায়েন্স জার্নাল’-এ।সহযোগী গবেষক, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স ল্যাবরেটরির জ্যোতির্বিজ্ঞানী নিল ডেলো বলেছেন, “এখনও পর্যন্ত যে ধূমকেতুগুলির কথা আমরা জানতে পেরেছি, তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে অ্যালকোহল রয়েছে এই ধূমকেতুতে। যা বলছে, সৌরমণ্ডলের জন্মের সময় এই ধূমকেতুর উপত্তি হয়েছিল যেখানে, সেই মুলুকে অ্যালকোহল রয়েছে প্রচুর পরিমাণে।”

Related Posts

Leave a Reply