May 3, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘জাকারবার্গের’ মাথার দাম ২২ কোটি ঠিক করল পুলিশ

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :  
তাঁর বানানো ফেসবুক  বিশ্বের কাছে নাওয়া-খাওয়ার  মতই গুরুত্বপূর্ণ। আসক্তের সংখ্যাও কোটি-কোটি। এ বার কার্যত নিজের অস্ত্রে নিজেই ঘায়েল মার্ক জাকারবার্গ । বিশ্বের বৃহত্তম নেটমাধ্যমে।
এ বার নিজেই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ঢুকে গেলেন তিনি। তাঁর বানানো ভার্চুয়াল দুনিয়াতেই তাঁকে খুঁজে পেতে বিজ্ঞাপন দিল কলম্বিয়া পুলিশ। খুঁজে দিলে ৩০ লক্ষ ডলার পুরস্কার মিলবে বলেও জানিয়েছে তারা, ভারতীয় মুদ্রায় যা ২২ কোটি ২৭ লক্ষ টাকা।সম্প্রতি কলম্বিয়ার কুকুতা যাওয়ার পথে সে দেশের প্রেসিডেন্ট ইভান দুকের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা হয়। অভিযোগ, কাতাতুম্বোর উপর দিয়ে যাওয়ার সময় তাঁর কপ্টার লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে। হামলার সময় প্রেসিডেন্টের সঙ্গে কপ্টারে ছিলেন তাঁর দুই মন্ত্রী এবং আমলাও। ইভানের অভিযোগ, ‘‘কাপুরুষের মতো হামলা করা হয়েছে। গুলিতে একাধিক গর্ত হয়ে গিয়েছে কপ্টারটির।’’হামলার পর সন্দেহভাজনদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে কলম্বিয়া পুলিশ। সংবাদমাধ্যমের পাশাপাশি নেটমাধ্যমেও দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়েছে, ওই দু’জন কুখ্যাত অপরাধীকে খুঁজে দিলে ২২ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওই স্কেচই ঘুম কেড়েছে জাকারবার্গের। কারণ দুর্বল হাতে যে দুই ব্যক্তির স্কেচ আঁকা হয়েছে, তার এক মধ্যে একটি হুবহু অবিকল তাঁর মতো দেখতে।

Related Posts

Leave a Reply