May 11, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নিরাপদ জল চাইবে কি প্রত্যেক পাকিস্তানির ভাগ্যে জল কমেছে ৪০০ শতাংশ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

পাকিস্তানের নাগরিকদের জনপ্রতি জলের প্রাপ্যতা ৪০০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন সে দেশের স্বাস্থ্য বিভাগের পার্লামেন্টারি সেক্রেটারি ড. নওশীন হামিদ। ১৯৪৭ সালে যেখানে জনপ্রতি জলের প্রাপ্যতা ছিল ৫৬০০ কিউবিক মিটার, সেখানে তা হ্রাস পেয়ে ১০৩৮ কিউবিক মিটারে নেমে এসেছে।

ডন নিউজের এক প্রতিবেদনে নওশীন হামিদের সূত্র দিয়ে বলা হয়েছে, এটা খুবই উদ্বেগের বিষয়। ‘জল নীতি : পাকিস্তানে জলের  প্রবেশাধিকার উন্নত করা’ বিষয়ক ওয়েবিনারে কথা বলতে গিয়ে নওশীন এসব বলেন।

তিনি আরো বলেন, পাকিস্তান বিশ্বের পঞ্চম সর্বাধিক জনবহুল দেশ। জলের ঘাটতি এ দেশে মারাত্মক ঝুঁকি হিসেবে আগে থেকেই ছিল। ২০২৫ সালের মধ্যে এই ঝুঁকি আরো বাড়বে।

তিনি আরো বলেন, অপর্যাপ্ত জলের সরবরাহ পাকিস্তানে খাদ্য নিরাপত্তা শঙ্কা আরো বাড়িয়ে তুলছে।

এ ছাড়া জলের মানের দিক বিবেচনা করলে, বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে পাকিস্তান রয়েছে; যেখানে নিরাপদ জলপ্রাপ্যতা ছাড়াই বিশালসংখ্যক মানুষ বসবাস করছে।

Related Posts

Leave a Reply