May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পেশায় ট্রাফিক: বাড়িতে সোনায় মোড়া টয়লেট ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পেশায় ডিএসপি (ট্রাফিক)। তারই বাড়িতে কিনা সোনায় মোরা টয়লেট। কী নেই সেখানে? সোনার টয়লেট, সোনার বেসিন এমনকি বাথরুমের কলগুলোও সোনায় মোড়া! একই সঙ্গে রয়েছে প্রাসাদোপম বাংলো, বিলাসবহুল গাড়ি থেকে আসবাব। এহেনো করিৎকর্মা পুলিশকর্তাকে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে গ্রেফতার করেছে রাশিয়ার দুর্নীতি দমন শাখা।

রাশিয়ার এফবিআই হিসেবে পরিচিত সেদেশের দুর্নীতি দমন বিভাগ স্টাভরোপল প্রদেশের ট্রাফিক অধিকর্তা কর্নেল অ্যালেক্সই সাফোনভের বাড়িতে তল্লাশি চালায়। সেখানেই উঠে আসে এই চাঞ্চল্যকর বিলাস বৈভবের তথ্য। কর্নেল সাফোনভ সহ মোট সাতজন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। অভিযোগ, এরা বিপুল অর্থের বিনিময়ে ব্যবসায়ীদের অবৈধ ট্রাফিক পারমিট প্রদান করতো।  উত্তর ককেশাস অঞ্চলের পুলিশ এই দুর্নীতির তদন্তে এখনপর্যন্ত ৮০টির বেশি বাড়িতে তল্লাশি চালিয়েছে।

Related Posts

Leave a Reply