May 10, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

১২ বছরের উর্ধে দেশের ৯০ শতাংশ মানুষেরই ভ্যাকসিন কমপ্লিট ভুটানে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দেশের ৯০ শতাংশ মানুষকেই ভ্যাকসিনের দুটি ডোজ দিয়ে ফেলতে সক্ষম হলো ভুটান। দেশের প্রায় সমস্ত মানুষকেই সুরক্ষার আওতায় এনে গোটা বিশ্বে এক অনন্য নজির গড়লো ভারতের এই প্রতিবেশী দেশ। সূত্রের খবর গত মার্চ/এপ্রিল মাসে ভুটান ভ্যাক্সিনেশন শুরু করে। সেই সময় মাত্র ১৬ দিনে দেশের প্রাপ্তবয়স্ক মানুষদের প্রায় ৮০ শতাংশকেই ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে সক্ষম হয় তারা।

এরপর থেকেই দেশের ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনার টিকা দিতে উদ্বত হয় ভুটান। সেই কাজেও তারা ব্যাপক হারে সফলতা পায়। প্রসঙ্গত ভুটানের মোট জনসংখ্যা প্রায় আট লাখ। জানা যাচ্ছে, গত ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ করার জন্য প্রায় ২৪০০ জন স্বাস্থ্যকর্মীকে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হয়। দেশের সমস্ত কমিউনিটি সেন্টারগুলোতে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি প্রবীণ নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দিয়েছে।

Related Posts

Leave a Reply