May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বর্বরতা চরমে, ঘর থেকে ডেকে ৮০০-৯০০ মানুষ মেরেছে  তালেবান’

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ফগানিস্তান ছেড়ে যাওয়ার পরপরই দেশটিতে যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তালেবান এবং সরকারি বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে কান্দাহার প্রদেশের অবস্থা অত্যন্ত সঙ্গিন । সেখানে তালেবানের চালানো বর্বরতার তীব্র সমালোচনা করেন কান্দাহার প্রদেশ পুলিশের প্রাক্তন প্রধান এবং হাইকাউন্সিল অব দ্য ন্যাশনাল রিকনসিলিয়েশনের (এইচসিএনআর) সদস্য তাদিন খান। তার অভিযোগ, তালেবান কান্দাহারের ৮০০ থেকে ৯০০ মানুষ হত্যা করেছে।

বুধবার এক বিবৃতিতে তাদিন খান এ দাবি করেন। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

কান্দাহার প্রদেশ পুলিশের সাবেক প্রধানের অভিযোগ, ‘তালেবান মানবাধিকারে বিশ্বাস করে না।’

এ অভিযোগ করেই ক্ষান্ত হননি তাদিন। তিনি বলেন, তালেবান যোদ্ধারা কান্দাহারে গত দেড় মাসে অন্তত ৮০০ থেকে ৯০০ মানুষ হত্যা করেছে। তালেবান এসব মানুষকে ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। এ বর্বরতার ঘটনা ঘটেছে স্পিন বুলদাকে জেলায়।

Related Posts

Leave a Reply