May 13, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আকাশে উড়লো রোলস-রয়েসের তৈরি বিদ্যুৎচালিত বিমান

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কাশে উড়লো রোলস-রয়েসের তৈরি বিদ্যুৎচালিত বিমান। সংস্থাটির দাবি, তাদের তৈরি ‘স্পিরিট অব ইনোভেশন’ বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান। ডার্বিতে অবস্থিত রোলস রয়েসের এয়ারস্পেস সদর দপ্তর জানাচ্ছে, পরীক্ষামূলক এই উড়ানে বিমানটির গতি ঘণ্টায় ৬২৩ কিলোমিটার পর্যন্ত উঠেছে।

রোলস-রয়েস বলছে, স্পিরিট অফ ইনোভেশন ২০১৭ সালে সিমেন্স ই-এয়ারক্র্যাফ্ট চালিত এক্সট্রা ৩৩০ এলই অ্যারোব্যাটিক বিমানের করা রেকর্ডের তুলনায় ঘণ্টায় ১৩২ মাইল বেশি দ্রুততমএই বিমান। এটি ৯৮৪২.৫২ ফুট উপরে উঠতে দ্রুততম সময় নেওয়ার রেকর্ড গড়েছে। এই বিমানের সঙ্গে যুক্ত করা সবচেয়ে শক্তিশালী প্রোপালশন ব্যাটারি রয়েছে যা দিয়ে এক সাথে সাড়ে সাত হাজার ফোন চার্জ করা সম্ভব।

Related Posts

Leave a Reply