May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

যেকোনও মুহূর্তে ইউক্রেনের ওপর আক্রমণ চালাতে পারে রাশিয়া !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

যেকোনও মুহূর্তে ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে রাশিয়া। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নিয়েছে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাস্কি এই ঘটনার দায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপিয়ে রেখেছেন। তার দাবি, রাশিয়ার লক্ষাধিক সেনা ইউক্রেন সীমান্ত বরাবর সমস্ত প্রস্তুতি নিয়ে অপেক্ষমান। তার অভিযোগ, বেলারুশের সঙ্গে যৌথ সামরিক অনুশীলনের সময়ই ইউক্রেন হামলার নীল নকশা চূড়ান্ত করে ফেলে মস্কো।

পাস্কি আরও বলেছেন, ‘‘আমাদের ধারণা, রাশিয়া যেকোনও সময় সর্বশক্তি দিয়ে ইউক্রেনের ওপর ঝাঁপিয়ে পড়তে চলেছে এবং সম্ভাব্য হামলাকে আমরা যতটা ভয়ঙ্কর বলে ভাবছি, প্রকৃতপক্ষে সেটি তার চেয়েও কয়েক গুণ বেশি হতে চলেছে।’’ প্রসঙ্গত, চলতি সপ্তাহেই জেনেভায় বৈঠকে বসতে চলেছে আমেরিকা ও রাশিয়া। সেখানেও ইউক্রেন প্রসঙ্গ অবশ্যম্ভাবী বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এই প্রসঙ্গে মস্কোর প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি ছুড়ে রেখেছে হোয়াইট হাউস।

Related Posts

Leave a Reply