May 17, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

৫০০ টাকায় কেনা একটি চেয়ার বিক্রি হলো ১৬ লক্ষ টাকায়!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

০০ টাকায় কেনা একটি চেয়ার বিক্রি হলো ১৬ লক্ষ টাকায়! ঘটনাটি ঘটেছে ব্রিটেনের পূর্ব সাসেক্সের ব্রাইটনে। জানা গেছে, একটি পুরোনো আসবাবের দোকান থেকে ৫ পাউন্ডের বিনিময়ে একটি চেয়ার কেনেন স্থানীয় এক মহিলা। পরে এক বিশেষজ্ঞের মারফত তিনি জানতে পারেন তাঁর কেনা চেয়ারটি ইতিহাসের এক বিশেষ সাক্ষ্য বহন করছে। কি সেই ইতিহাস?

জানা যায়, এই চেয়ারটি ২০ শতাব্দীর শুরুর দিকের এবং এটি অস্ট্রিয়ার ভিয়েনার অ্যাভান্ট-গার্ড আর্ট স্কুলের। ১৯০২ সালে অস্ট্রিয়ান পেইন্টার কোলোম্যান মোজার এই চেয়ারটির নকশা করেন। প্রচলিত আর্টিস্টিক স্টাইলের বিরুদ্ধে এক শিল্প আন্দোলন প্রতীক ছিলো এই চেয়ার। একসময় মাত্র ৫ পাউন্ডে একটি দোকান থেকে ওই মহিলা এটি কিনে নেন। পরে এর আসল মূল্য জেনে চেয়ারটিকে এসেক্সের স্ট্যানস্ট্যাড মাউন্টফিটচেটের সোর্ডার্স অকশনারসে বিক্রির জন্য তোলেন ওই মহিলা। ১৬ হাজার ২৫০ পাউন্ডে সেই চেয়ার কিনে নেন অস্ট্রিয়ার একজন ব্যবসায়ী।

Related Posts

Leave a Reply