May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

দেবদূত ঝরণা-শয়তানের পাহাড়!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত ‘এঞ্জেল ফলস’। বাংলায় ‘দেবদূত ঝরণা’। দক্ষিণ আমেরিকা মহাদেশের ভেনিজুয়েলায় এটি অবস্থিত।
জল প্রপাতটির উৎপত্তিস্থল ‘আওয়ানতেপুই’ পাহাড় থেকে। আওয়ানতেপুই শব্দের আভিধানিক অর্থ ‘শয়তানের পাহাড়’।
শয়তানের পাহাড়টা এতোটাই দুর্গম, সেখানে যাওয়া যেমন কষ্টকর আবার ফিরে আসাটা আরো কষ্টকর। এই কষ্টের এজন্যই বোধহয় সেখানকার আধিবাসীরা পাহাড়টিকে এ নামে ডাকে।
অবাক হওয়ার বিষয়, পৃথিবীর প্রায় সব জলপ্রপাতেরই উৎস নদী, হৃদ, বরফগলা পানির স্রোত কিংবা মাটির নিচে থেকে উঠে আসা পানি। তবে ‘এঞ্জেল ফলসে’র ক্ষেত্রে অন্যরকম।
অবশ্য এঞ্জেল ফলসের জলের তেমন কোনো উৎস নেই। প্রশ্ন জাগে, এতো পানি আসে কোথা থেকে? বিষয়টি ভাববারই বটে। রেইন ফরেস্ট অঞ্চলের সারা বছরের বৃষ্টিপাতের জলই পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে।
প্রায় এক কিলোমিটার উঁচু এই বৃষ্টির জল গিয়ে পড়ে নিচের ‘কেরিপ’ নদীতে। নদীটি ‘চুরুন’নদীতে গিয়ে মিশেছে। তবে এঞ্জেল ফলসের বেশির ভাগ জলই নিচে পড়ার আগে বাষ্প হয়ে যায়।

Related Posts

Leave a Reply