May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ইমরানের গদি বাঁচানোর এই ‘খারিজ’কেই খারিজ করে দিলো পাক সুপ্রিম কোর্ট

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট আরিফ আলভির আইনজীবীকে প্রশ্ন করেছেন, সংবিধান অনুযায়ী সব কিছু ঘটে থাকলে দেশে (পাকিস্তানে) সাংবিধানিক সংকট কোথায় ছিল?

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের প্রস্তাব ডেপুটি স্পিকার কাসিম সুরি খারিজ করার ব্যাপারে সুপ্রিম কোর্ট পুনরায় শুনানি চলাকালীন এমনই মন্তব্য করেন পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতির জিজ্ঞাসাবাদে সিনেটর আলি জাফর তার বক্তব্য তুলে ধরেছেন। আইনজীবী বলেছেন, ‘আমি এটাও বলছি যে দেশে কোনো সাংবিধানিক সংকট নেই। ‘

প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম খান মিয়াঁখেল, বিচারপতি মুনিব আখতার ও বিচারপতি জামাল খান মান্দোখেলের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ মামলাটি খতিয়ে দেখছেন।

প্রেসিডেন্টের কৌঁসুলি জাফর তার যুক্তি উপস্থাপন শেষ করার সময় প্রধান বিচারপতি মন্তব্যটি করেন। একপর্যায়ে কৌঁসুলি জাফরকে প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন, সে দেশে সাংবিধানিক সংকট ছিল কি না, তা কেন তিনি ব্যাখ্যা করছেন না।

শুনানির সময় জাফরের কাছে বিচারপতি মাজহার আলম খান প্রশ্ন করেন- প্রধানমন্ত্রী জনপ্রতিনিধি কি না। আইনজীবী হ্যাঁ সূচক উত্তর দেন।

প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেছেন, ‘শুধু একজন সদস্য নয়, পুরো সংসদের বিরুদ্ধে অবিচার করা হলে কী হবে?’ জাফর এর উত্তর না দিয়ে পাল্টা জিজ্ঞেস করেছেন, বিচারকদের মধ্যে বিরোধ থাকলে সংসদ কি হস্তক্ষেপ করতে পারে? উত্তর হলো―পারে না। বিচার বিভাগকেই বিষয়টির নিষ্পত্তি করতে হবে।

Related Posts

Leave a Reply