May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিশ্বে চতুর্থ হলেও এখানে কভিডের প্রথম হামলা, লকডাউনও প্রথম  

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ত্তর কোরিয়া তার প্রথম আনুষ্ঠানিক কভিড সংক্রমণ নিশ্চিত করার পরে দেশব্যাপী কঠোর লকডাউনের আদেশ দিয়েছে। নিভৃতিকামী কমিউনিস্ট দেশটির রাষ্ট্রীয় মিডিয়া প্রতিষ্ঠান কেসিএনএ রাজধানী পিয়ংইয়ংয়ে করোনার ওমিক্রন ধরনের প্রাদুর্ভাবের কথা জানিয়েছে। তবে সংক্রমণের সংখ্যা জানায়নি।

কেসিএনএ বলেছে, শীর্ষ নেতা কিম জং-উন প্রাদুর্ভাব নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

খবরে একে দেশের ‘কোয়ারান্টিন প্রতিরক্ষা লঙ্ঘন করা ‘গুরুতর জাতীয় জরুরি অবস্থা’ বলে অভিহিত করা হয়েছে।

তবে পর্যবেক্ষকরা মনে করেন, উত্তর কোরিয়ায় করোনা ভাইরাসটি দীর্ঘদিন ধরেই রয়েছে।

বহির্বিশ্বের পর্যবেক্ষকরা বলছেন, দেশটির আড়াই কোটি জনগণ ঝুঁকির মুখে আছে। কারণ, উত্তর কোরিয়া কভিড-১৯ টিকা কর্মসূচি চালাতে অস্বীকার করেছে। এমনকি গত বছর পশ্চিমের অ্যাস্ট্রাজেনেকা এবং চীনের তৈরি সিনোভাক টিকা সরবরাহ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

করোনার সম্ভাব্য বড় প্রাদুর্ভাবের ক্ষেত্রে উত্তর কোরিয়ার দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে।

Related Posts

Leave a Reply