May 13, 2024     Select Language
৭কাহন KT Popular

এইদিন প্রিয়জনকে সময় না দেওয়ার পরিনাম কি মারাত্মক হতে পারে জানেন !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ত্মহত্যা কোন বার সবথেকে বেশি ঘটে, আর কোন বারে সবথেকে কম তা ওঠে এসেছে অসাধারণ জ্ঞান নামের বইটিতে।  বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।

আত্মহত্যা গোটা বিশ্বেই বেড়ে চলেছে।  মানসিক অবসাদে আগের থেকে প্রতিদিন বেশি মানুষ ভুগছেন।  টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষার পর একের পর এক সেলিব্রেটি আত্মহত্যা করে মারা গেলেন।  আত্মহত্যার উপরও চালানো হয়েছে সমীক্ষা।  সেই সমীক্ষার ফলে যে তথ্য উঠে এসেছে, সেটা জেনে রাখা ভালো।

পরিসংখ্যান অনুযায়ী,  গোটা বিশ্বে মানুষের সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে সোমবার।  আর সবচেয়ে কম আত্মহত্যার হয়েছে বুধবারে।  অর্থাত্‍ সোমবার সত্যিই শুধু কাজের দিন নয়, স্বেচ্ছায় চলে যাওয়ারও দিনও বটে।

তাই কখনো প্রিয়জনকে সোমবার অবসাদগ্রস্ত দেখলে, তাকে একটু সময় দেবেন, নজের রাখবেন।  তা না হলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

Related Posts

Leave a Reply