May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

রসায়নবিদের প্রাণের থেকে দামি একটা বাইক আর ১০ হাজার টাকা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

আঁটঘাট বেঁধেই অমরাবতীর রসায়নবিদ প্রহ্লাদ কালহেকেপ্রকাশ্যে খুন করা ছক কষেছিল ইরফান শেখ। রসায়নবিদের খুনের মূল পান্ডা ইরফানকে কিছুদিন আগেই গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, এই খুনের জন্য ইরফান হাতে পেয়েছিল ১০ হাজার টাকা এবং একটি মোটরবাইক।

অমরাবতী শহরে একটি ওষুধের দোকান চালান কোলহে। নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ভুলবশত ওই পোস্টটি কোলহে সংখ্যালঘুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিলেন। তারপরেই তাঁকে খুন করার পরিকল্পনা করে দুষ্কৃতীরা।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দোকান থেকে বাড়ি যাওয়ার সময় আততায়ীরা ৫৪ বছর বয়সী উমেশ কোলহকে গলা কেটে হত্যা করে । ওই নৃশংস হত্যার ঘটনায় মূলচক্রী ইরফান শেখ রহিম (৩৫)। তাছাড়া ধৃতদের মধ্যে রয়েছে শাহরুখ পাঠান, আব্দুল তৌফিক, সোহেব খান, আতিব রশিদ, ইউসুফ খান বাহাদুর। এই ইউসুখ খান বাহাদুর পেশায় পশু চিকিৎসক।তদন্তকারীরা বলছেন, ইরফানই গোটা হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। গত ২১ জুন রাত সাড়ে ১০টা নাগাদ খুনের ঘটনাটি ঘটে। সেই সময় দোকান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন কোলহে।

Related Posts

Leave a Reply