May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মথুরা: উপচে পড়া ভিড়ে দমবন্ধ হয়ে মৃত্যু ২ পুণ্যার্থীর 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

ন্মাষ্টমীর দিনে উপচে ভরা ভিড় কৃষ্ণের জন্মভূমিতে। প্রতিবারই হাজার হাজার ভক্তের সমাগম হয়। আর এই উৎসবের দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। মন্দিরের ভিড়ে চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে দুইজনের। দুর্ঘটনায় আরও বহু পুণ্য়ার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন জেলাশাসক ও পুলিশের সুপারিন্টেন্ডেন্ট।

পুলিশ অফিসার অভিষেক যাদব জানান, জন্মাষ্টমী উপলক্ষে মথুরায় হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। শুক্রবার রাতে বাঁকে বিহারি মন্দিরে আরতি চলাকালীন ব্যাপক ভিড় হয়। মন্দিরের ভিতরে ঠেলাঠেলি হওয়ার কারণেই দমবন্ধ হয়ে মারা যান দুই পুণ্যার্থী। ভিড়ের চাপে পিষ্ট হয়ে জখম হয়েছেন অনেকে।

পুণ্যার্থীরা জানিয়েছেন, মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, ঠাসাঠাসি হচ্ছিল। এই কারণেই একজন গেটের সামনে অজ্ঞান হয়ে যান। ভিড় সামাল দিতে বন্ধ করে দেওয়া হয় গেট । মন্দিরের ভিতরেও সেই সময় প্রচুর বহু মানুষের গাদাগাদি ভিড় ছিল। ওই ভিড়েই দমবন্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম নির্মলা দেবী ও রাজকুমার। জানা গেছে, নির্মলা দেবী নয়ডার বাসিন্দা। রাজকুমারের বাড়ি জব্বলপুরে।

দুর্ঘটনাটি ঘটতেই পুলিশ ও নিরাপত্তারক্ষীরা মন্দির ফাঁকা করতে শুরু করে এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related Posts

Leave a Reply