May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

যাওয়ার আগে খরচ তো জেনে নিন 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
পনি যেখানেই ভ্রমণে যান আর যতই কম টাকা-পয়সা খরচ করার চিন্তা করুন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভ্রমণে কতো টাকা খরচ করবেন, সে ব্যাপারটি আগে থেকেই হিসেব করে ঠিক করে নিন। তারপর বাজেট অনুসারে খরচ করুন। নতুন জায়গা, নতুন মানুষ, এবং তাদের মন মানিসিকতা যেহেতু আমাদের আগে থেকে জানার উপায় নেই, তাই আগে থেকে আমাদের সব দিক থেকেই তৈরি থাকা উচিৎ। সব দিক থেকে তৈরি থাকার মানে এই নিয় যে আপনি দরকারি সব ধরনের জিনিসপত্র এবং আনুষঙ্গ সাথে নিয়ে যাবেন। নতুন জায়গায় সব রকম ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন শুধু পরিমাণ মতো টাকা পয়সা আপনার সাথে থাকলে। তাই যেখানেই যান না কেনো আগে সেখানকার খরচের জন্য পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে যাওয়া ভালো একটা আনুমানিক তালিকা করে ধারণাকৃত অংক থেকে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি প্রস্তুতি থাকা ভালো। এছাড়াও আছে আরো কিছু টুকিটাকি জিনিস সেগুলো জেনে নিন।

টুকিটাকি টিপস:

. টাকা বহনে ভালো না লাগলে সাবধানতার সহিত কার্ড বহন করতে পারেন। তবে কোন কার্ডে আপনি সব জায়গায় সুবিধা পাবেন সেদিকেও খেয়াল রাখতে হবে।

. বিকাশ একাউন্ট বা মোবাইলে টাকা লেনদেন করা যায় এমন কোনো একাউন্ট থাকলেও খুব কাজে লাগবে।

. বিভিন্নভাবে ভাংতি টাকার ব্যবস্থা রাখবেন সবসময়, ছোট একটা বিষয় অনেক সময় আমাদেরকে বিপদে ফেলে দিতে পারে।

. মোবাইলে ব্যালেন্সও বেশি করে নিয়ে নেবেন।

. যদি দেশের বাহিরে যান তাহলে আপনার টাকাকে সেই দেশের মুদ্রায় রুপান্তর করে নিবেন।

. ভালো হয় আপনার টাকাকে আগে ডলারে রুপান্তর করুন। তারপর যেখানে যাবেন সেখানে যেয়ে আপনার ডলারকে সেই দেশের মুদ্রায় রূপান্তর করুন।

. ভ্রমণে নেয়া টাকা কখনো একসাথে রাখবেন না। দুই তিন জায়গায় রাখুন। দুর্ঘটনা ঘটলে বিপদে পরবেন না।

. বড় নোট না রেখে ভাংতি টাকা রাখার চেষ্টা করুন। ভাংতি টাকা আপনাকে সবসময় বেশি সুবিধা দেবে।

. কোথাও বুকিং করার ব্যাপার থাকলে চেষ্টা করুন সম্পুর্ণ টাকা আগেই পরিশোধ না করার। কারণ আপনি যদি না যেতে পারেন তাহলে আপনার পুরো টাকাই নষ্ট হয়ে যাবে।

কোথাও বেড়াতে গেলে কেনাকাটার ব্যাপারে তাড়াহুড়া না করে চিন্তাভাবনা করে খরচ করুন।

Related Posts

Leave a Reply