May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা রাজধানী এক্সপ্রেসের 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস:

রমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় স্মৃতি এখনো দগদগে ঘা। স্বজনহারা পরিবারগুলির কাছে বাহানবা একটা আতংক। বহু মৃতদেহ এখনো নামহীন । তারমধ্যে ফের বড় বিপর্যয় হতে হতে বাঁচল। চালকের তৎপরতায় রক্ষা পেল নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস।

মঙ্গলবার বিকালে ঝাড়খণ্ডের সাঁওতালডিহি রেল স্টেশনের কাছে বড় দুর্ঘটনা এড়িয়েছে। একটি লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে ঢুকে পরে ট্রাক্টর। ভুবনেশ্বরমুখী রাজধানী তখন ছুটে আসছে। গেট ভেঙে লাইনে তখন উঠে পড়েছে ট্রাক্টর। তা দেখেই রাজধানীর চালক ব্রেক কষেন।

পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘সাঁওতালডিহি রেল ক্রসিংয়ে ভোজডি স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছে। রাজধানীর চালক ইমার্জেন্সি ব্রেক কষে পরিস্থিতি সামাল দেন। ওই গেট ম্যানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’

লেভেল ক্রসিং ভেঙে গাড়ি লাইনে উঠে যাওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু এই ক্ষেত্রে বড় বিপর্যয় ঘটতে পারত। বালেশ্বর দুর্ঘটনার পর গত তিন দিনে ওড়িশায় আরও ছোটখাট তিনটি রেল দুর্ঘটনা ঘটেছ। এসবের মধ্যেই বরাত জোরে বাঁচল রাজধানী এক্সপ্রেস।

Related Posts

Leave a Reply