বিভিন্ন রঙের ডিম পাড়ছে একটিই মুরগি !
কলকাতা টাইমসঃ
বিভিন্ন রঙের ডিম পাড়ছে একটিই মুরগি। অবাক করার মতন ঘটনা হলেও বাস্তবে এমনটাই ঘটছে। বিশেষ প্রজাতির এই মুরগি ‘ইস্টার এগার্স’ নামে পরিচিত। বিশ্বজুড়ে এই মুরগির খ্যাতি মূলত নানা রঙের ডিম পাড়ার কারণেই। সাদা, বাদামি, হাল্কা নীল, হালকা গোলাপী বা হালকা সবুজ রঙের ডিম পাড়তে সক্ষম ইস্টার এগার্স। স্বাভাবিক ভাবেই তারা এটা করে থাকে।
আরও কিছু প্রজাতির মুরগিরও এই বিরল ক্ষমতা রয়েছে। সেগুলো হলো চিলির শঙ্কর প্রজাতির অ্যারোকানাস মুরগি, ব্রিটেনের ক্রিম লেগবার মুরগি বা ফ্রান্সের মারানস প্রজাতির মুরগি। তবে এই সব প্রজাতির মুরগিরা আলাদা আলাদা কালারের ডিম পাড়তে সক্ষম হলেও, ইস্টারের মতন বিভিন্ন রঙের ডিম দিতে অক্ষম।