November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

রেস্তোরাঁয় বাতাস ভাজা, ৩০ ডলারে দারুন মজা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বাতাস বা বায়ু ছাড়া মানুষ বাঁচতে পারে না। অদৃশ্য তবে অনুভবযোগ্য এই উপাদান মানুষের বেঁচে থাকার জন্য অত্যাবশকীয় একটি জিনিস। এতদিন এটি শুধু নিঃশ্বাসে গ্রহণ করা হলেও এবার তা খাবার হিসেবে গ্রহণ করবে মানুষ। এটিকে মানুষের খাওয়ার উপযোগী করে পরিবেশন করছে ইতালির একটি রেস্তোরাঁ।

ইতালির উত্তরাঞ্চলীয় শহর ক্যাসেল ফ্রাংকো ভেনিতোর ফিভা রেস্তোরাঁ সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা বিশেষ প্রক্রিয়ায় ‘ফ্রাইড’ বাতাস গ্রাহকদের পরিবেশন করবে। যার নাম ‘এরিয়া ফ্রিটা’ বা ‘ফ্রাইড এয়ার’। ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।বাতাস কিভাবে খাওয়াবেন? স্থানীয় এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে রেস্তরাঁর প্রধান বাবুর্চি বলেন, ‘ট্যাপিওকা গাছের মূল (ইতালির এক ধরনেরর সবজি) প্রথমে সেদ্ধ করা হবে। এরপর এটি বাতাসের উপাদান ওজনের সাথে মিশিয়ে দশ মিনিট ভাজা হবে। ফলে এটি মচমচে এবং ভিন্ন ধরনের স্বাদের হবে। এরপর তা গ্রাহকদের পরিবেশন করা হবে। প্রতি বাটি খাবারের দাম পড়বে ত্রিশ মার্কিন ডলার।’ 

Related Posts

Leave a Reply