পাকিস্তানকে দেওয়া সাহায্য কমিয়ে আরো করা অবস্থান নিলো আমেরিকা
নিউজ ডেস্কঃ
পাকিস্তানে মার্কিন কূটনীতিকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সেই সঙ্গে তিনি পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার ওই দেশে মার্কিন সহায়তার পরিমাণ আরো কমতে থাকবে।
শুক্রবার মার্কিন কংগ্রেসে এই মন্তব্য করেন পাম্পেও। পম্পেও বলেন, পাকিস্তানে কর্মরত আমাদের কূটনীতিকদের সঙ্গে একেবারেই খারাপ আচরণ করছে পাকিস্তান। সেখানকার দূতাবাস থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও ভালো আচরণ করছে না পাকিস্তান সরকার।
অন্যদিকে চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানি কূটনীতিকদের ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়, আমেরিকায় নিয়োজিত পাকিস্তানি কূটনীতিকরা ৪০ কিলোমিটার ব্যাসার্ধের বাইরে যেতে পারবেন না। এরপর পাকিস্তানে থাকা মার্কিন কূটনীতিকদেরও নানান বাধানিষেধের মধ্য বেঁধে ফেলা হয়। যদিও পাকিস্তান সরকারের দাবি, তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।