মাত্র ৪ ঘন্টায় পাড়ি দিন দেড় হাজার মাইল
কলকাতা টাইমস :
নিউইয়র্কে ব্রেকফাস্ট করে দুপুরের খাবার খেতে পারবেন লন্ডনে। প্রযুক্তির উৎকর্ষতায় তৈরি হচ্ছে একটি সুপারসনিক বিমান, যা দিয়ে মাত্র ৪ ঘণ্টা ২৪ মিনিটে নিউইয়র্ক থেকে লন্ডন পৌঁছানো যাবে।
এভিয়েশন জায়ান্ট এয়ারবাস ও এরিয়ন কর্পোরেশন যৌথভাবে এএস২ মডেলের এই প্রাইভেট জেট বাজারে আনার প্রকল্প হাতে নিয়েছে। বিমানটির মূল্য ১২ কোটি ডলার। বিমানে একসঙ্গে ৮ থেকে ১২ যাত্রী বহন করা সম্ভব হবে। এর গতিবেগ হবে ঘণ্টায় ১ হাজার ২১৭ মাইল বা ১ হাজার ৯৬০ কিলোমিটার। বর্তমানে নিউইয়র্ক থেকে লন্ডন যেতে সময় লাগে ৭ ঘণ্টা।তবে খুব শিগগিরই বিমানটি বাজারে আসছে না। এর জন্য অপেক্ষা করতে হবে ২০২১ সাল পর্যন্ত। কেননা ২০২১ সালে পরীক্ষামূলকভাবে বিমানটি চালানো হবে বলে ধারণা করা হচ্ছে। আর ২০২৩ সালে বাজারে আসতে পারে।