September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

জানেন কি বীর্যে শুক্রাণু কমিয়ে দেয় মিষ্টি পানীয়!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
দেশি-বিদেশি চিকিৎসকেরা মনে করছেন অতিরিক্ত মিষ্টি বিশেষ করে মিষ্টি জাতীয় পানীয় খেলে কমে যেতে পারে শুক্রাণুর পরিমাণ৷ মিষ্টি জাতীয় পানীয় বলতে চিকিৎসকরা নজরে এনেছেন সোডা, ভোদকা কিম্বা জিনের মতো অ্যালকোহলকেই৷ গবেষণার মধ্যে দিয়ে দেখা গিয়েছে যে অ্যালকোহলগুলোতে সুগারের পরিমাণ বেশি থাকে সেগুলো বেশি পান করা হলে পুরুষদের শুক্রানু-র পরিমাণ হ্রাস পেতে পারে৷

খেলোয়াড়দের বেশি সর্তক করতে চান চিকিৎসকেরা৷ কারণ কিছু স্পোটর্স ড্রিঙ্কেও সুগারের পরিমাণ বেশি থাকায় ক্ষতি হরে পুরুষের যৌনতায়৷ এমনকি শক্তি বর্ধক যেকোনো পানীয়তেই এই সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছেন দেশি-বিদেশি চিকিৎসকেরা৷ সুতরাং, চির যৌবন, যৌনতা, পুরুষত্ব অটুট রাখতে মিষ্টি এবং মিষ্টি জাতীয় পানীয় ছাড়ুন৷

Related Posts

Leave a Reply