নিজের ওজনকে কর্কটের অজুহাত বানাবেন না
কলকাতা টাইমস :
মরণব্যাধি ক্যান্সার হওয়ার কারণ নিয়ে এ পর্যন্ত অনেক গবেষণা হয়েছে। এই রোগের বিভিন্ন ঝুঁকির কথা এর আগেও শোনা গেছে। নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে ওজন বৃদ্ধিতে ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
আরও পড়ুন : এই ‘খাট’এর অভ্যেস চিতায় ওঠার শেষ ধাপ
ব্রিটেনের একদল গবেষকের গবেষণায় এই ফল বেরিয়ে এসেছে। ক্যান্সার আক্রান্ত এক লাখেরও বেশি রোগীর ওপর গবেষণা করে এ ফলাফল বেরিয়ে এসেছে। যেখানে ক্যান্সার আক্রমণের প্রধানত তিনটি কারণ গবেষকরা পেয়েছেন। যার মধ্যে শীর্ষে রয়েছে ধুমপান, এরপরই আছে অতিরিক্ত ওজন। তৃতীয়ত রয়েছে, সূর্যের আলো থেকে নির্গত অতিবেগুনি রস্মি।
ব্রিটেনের এক লাখেরও বেশি রোগীর উপর গবেষণা করে দেখা যায়, এক তৃতীয়াংশ ক্ষেত্রেই ক্যান্সার আক্রমণের কারণ অতিরিক্ত ওজন।