এই দুঃসময়ে বেতনভোগীদের বড় সুখবর দেওয়ার পথে সরকার
কলকাতা টাইমস :
বেতনভুক কর্মীদের গ্র্যাচুইটি প্রদানের ন্যুনতম যোগ্যতা ৫ বছর থেকে কমে ৩ বছর করার পথে সরকার। বিভিন্ন মহল থেকে ৫ বছরের সময়সীমা কমানোর দাবি তোলা হয়েছে।
শ্রমিক সংক্রান্ত সংসদীয় কমিটি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করেছে ৩১ জুলাই। কোড অফ সোশ্যাল সিকিউরিটি ২০১৯ নিয়ে যে সুপারিশ রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তার অঙ্গ হিসেবেই গ্র্যাচুইটি আইনের সংশোধনের সুপারিশ করা হয়েছে। সেখানে ৫ বছরের সময়সীমা কমিয়ে ১ থেকে ৩ বছর বছরের কথা বলা হয়েছে। যে হিসেবে গ্র্যাচুইটি পান কর্মীরা এখনও পর্যন্ত যে নিয়ম রয়েছে তাতে কোনও সমস্যায় ৫ বছর কাজ করলে কর্মীরা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। পাঁচ বছরের বেশি কোনও সংস্থায় কাজ করা কর্মী প্রতি বছরের ১৫ দিনের বেতন গ্র্যাচুইটি হিসেবে পেয়ে থাকেন।
দেশব্যাপী অতিমারীর জেরে সারা দেশে বহু সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। ফলে এই নতুন চিন্তা এসেছে। অন্যদিকে, অনেক সময় নিয়োগকর্তা তাদের কর্মীদের ৫ বছর পূর্ণ হওয়ার আগেই বরখাস্ত করে দেন। এইসব কারণের কথা মাথায় রেখে গ্র্যাচুইটি প্রদানের সময়সীমা হ্রাস করার ব্যাপারে সংসদীয় কমিটি সুপারিশ করেছে। সবাইকেই গ্র্যাচুইটি দেওয়ার সুপারিশ এই প্যানেলের অপর সুপারিশের মধ্যে রয়েছে, সব কর্মীকেই গ্র্যাচুইটি দেওয়ার কথা। তালিকায় রয়েছে কনট্র্যাক্ট লেবার, সিজনাল ওয়ার্কার, পিস রেট ওয়ার্কার, ডেইলি/মান্থলি ওয়েজ ওয়ার্কার।