অন্ধ হতে না চাইলে অবশই মানুন …
কলকাতা টাইমস :
দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা তো আজ দশ জনের মধ্যে ৮ জনের। তবে এখানেই শেষ নয়, পরিস্থিতিটা কিন্তু আরও ভয়ঙ্কর। কারণ সরকারি পরিসংখ্যান বলছে ২০১৭ সালে সারা বিশ্বে অন্ধ লোকের সংখ্যা ছিল প্রায় ৩৭ মিলিয়ান, যার মধ্যে ১৫ মিলিয়ানেরই বাস আমাদের দেশে। তাই সাবধান ! এখন প্রশ্ন হল এমন বিপদ থেকে সাবধান হবেন কীভাবে, কীভাবেই বা দৃষ্টিশক্তিকে চাঙ্গা রাখবেন? এক্ষেত্রে প্রথমেই ডায়েটের দিকে নজর দিতে হবে। অর্থাৎ বেশি করে খেতে হবে মাছের মতো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। সেই সঙ্গে এই প্রবন্ধে আলোচিত চোখের ব্যায়ামগুলিও যদি করতে পারেন, তাহলে চোখ নিয়ে যে আর কোনও চিন্তা থাকবে না।