শরীর চর্চা করলেই মিলবে পুরস্কার !
কলকাতা টাইমসঃ
স্বাস্থ্যকর খাওয়া এবং শরীর চর্চা করলেই মিলবে পুরস্কার। ‘স্বাস্থ্যই সম্পদ’ এই আপ্তবাক্যকে হাতিয়ার করে এবার নতুন পরিকল্পনা হাতে ব্রিটিশ সরকার। আগামী বছর এই পাইলট প্রকল্প চালু করা হবে বলে জানা যাচ্ছে। সম্পূর্ণ অ্যাপ নির্ভর হবে এই প্রকল্প। প্রাথমিকভাবে ছ’মাসের জন্য ইংল্যান্ডে এই প্রকল্প চালু হবে। এই প্রসঙ্গে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ জানান, দেশজুড়ে স্বাস্থ্য বৈষম্য দূর করার বিষয়টি নিশ্চিত করতে আমরা যতটা সম্ভব কাজ করে যেতে চাই।
জানা যাচ্ছে, ওই অ্যাপ ব্যবহারকারীর খাদ্যাভাস ও শারীরিক কর্মকাণ্ডের হিসাব রাখবে। অ্যাপটি যুক্ত থাকবে ফিটবিটের মতো একটি ডিভাইসের সঙ্গে, যা ব্যবহারকারীকে আরও ফল ও সবজি খাওয়ার কিংবা হাঁটার পরামর্শ দেবে। অ্যাপে ব্যবহারকারীর পয়েন্ট যোগ হবে। ওই পয়েন্টের বিনিময়ে ফুড ভাউচার থেকে শুরু করে দোকান, সিনেমা ও থিম পার্কে মিলবে বিশেষ ছাড়।