আয়ু রেখা কি ছোট? তাহলে এই উপায় শুধু আপনার জন্য
কলকাতা টাইমস :
শ্রাবন মাসে সোমবারের পুজো করলে উপকার পাওয়া যায়। যার মধ্যে অন্যতম হল আয়ু লাভ। এই মাসে শিবকে খুশি করলে যাদের আয়ুরেখা ছোট তারা পেতে পারেন দীর্ঘ জীবন। কিন্তু এর পাশিপাশি আরও বেশ কিছু নিয়ম আছে, যা মানলে আরও একাধিক উপকার পাওয়া যায়। যেমন ধরুন…
১. আপনার তালুতে উপস্থিত আয়ুর রেখা যদি ছোট হয়, তাহলে প্রতি সোমবার, বিশেষত শ্রাবণ মাসচলাকালীন দুর্বা ঘাস দিয়ে দেবের আরাধনা করলে দারুন ফল মেলে। এক্ষেত্রে আয়ু তো বাড়েই, সেই সঙ্গে রোগ-ব্যাধিও দূরে পালায়। প্রসঙ্গত, এমনটাও বিশ্বাস করা হয় যে দুর্বা ঘাস দিয়ে শিব ঠাকুরের পুজো করলে খারাপ সময় কেটে যেতে সময় লাগে না।
২. শত চেষ্টা করেও বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না? কোনও চিন্তা নেই বন্ধু, প্রতি সোমবার ধুতরো ফুল নিবেদন করে দেবের পুজো করুন। দেখবেন মনের ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না।
৩. গুড লাক রোজের সঙ্গী হয়ে উঠুক, সেই সঙ্গে কর্মক্ষেত্রে চরম সফলতার স্বাদ পেতে দেবের অরাধনা করার সময় সাদা চন্দন শিব ঠাকুরের ছবি বা মূর্তিতে লাগাতে ভুলবেন না যেন!
৪. জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে সূর্যাস্তের পর দেবকে জল এবং দুধ পরিবেশ করুন। দেখবেন উপকার পাবেই পাবেন!