January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

মঙ্গল গ্রহে মিললো প্রাণের হদিস !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বে কী সত্যিই মঙ্গল গ্রহে মিললো প্রাণের হদিস? আগামী দিনে আরও বড় চমক কী অপেক্ষা করছে পৃথিবীর মানুষের জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তরই যদি ‘হ্যা’ হয়! এবার তেমনই আশার বাণী শোনালেন নাসার বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহে খোঁজ মিলেছে একধরণের ব্যাকটেরিয়ার। যার বৈজ্ঞানিক নাম ‘সালফিউরিহাইড্রোজেনিবিয়াম ইয়েলোস্টোনেন্স’! এই ব্যাকটেরিয়াই পৃথিবী আর মঙ্গলের মধ্যে তৈরী করেছে ‘কমন ফ্যাক্টর’৷ এটি পৃথিবীর মাটিতেও আছে, আবার মঙ্গলেও রয়েছে।

এই ব্যাকটিরিয়ার হদিশ জানান দিচ্ছে, বিলক্ষণ প্রাণের অস্তিত্ব রয়েছে সেখানে। এই ব্যাকটিরিয়ার আদরের নাম দেওয়া হয়েছে ‘সালফিউরি’। বিজ্ঞানরা জানাচ্ছেন, স্বল্পমাত্রায় অক্সিজেন পেলেই বেড়ে উঠতে পারে এই ব্যাকটেরিয়া। কারণ, এটি পুষ্টি সঞ্চয় করে সালফার এবং কার্বন-ডাই-অক্সাইড থেকে। আর এই সব কিছু মিলিয়েই এই ব্যাকটেরিয়া পৃথিবী এবং মঙ্গল, দুই গ্রহেই নিজের উপস্থিতি জানান দিচ্ছে।

নাসা জানাচ্ছে, মঙ্গলের বুকে অভিযান চালিয়ে এই প্রথম কিউরিওসিটি রোভারের হাতে এল সর্বাধিক পরিমাণ কাদামাটি। লালগ্রহের ‘ক্লে-বিয়ারিং ইউনিট’ এলাকায় ‘অ্যাবারলেডি’ এবং ‘কিলমারি’ নামের ভিন্ন দুই প্রজাতির শিলাজমিতে সম্প্রতি খননকাজ চালিয়েছিল রোভার। তাতেই মিলেছে সাফল্য।

Related Posts

Leave a Reply