পৃথিবীর অনেকেই সঠিকটা বলতে পারেনি, বলুন তো এই লাল গোলটার মধ্যে কি আছে?
কলকাতা কলকাতা :
আপনি কি এই লাল রঙের গোলাটা ভালো করে দেখছেন? না দেখে থাকলে আবারো ভালো করে দেখে নিন। কারণ, আপনার মতোই এই পৃথিবীর অনেক মানুষ ইতিমধ্যে এই লাল রঙের গোলাটা দেখেছেন। কিন্তু তারা সঠিক ভাবে এর কোনো উত্তর দিতে পারেনি। তবে দেখা যাক আপনি এর সঠিক উত্তরে কি বলেন?
এই ছবিটি ইতিমধ্যে ভাইরাল। হঠাত্ করে আপনি হয়তো এই লাল গোলাটার মধ্যে তেমন কিছু দেখতে পাননি। এবার ভালো করে দেখে বলুন তো, ওই লাল রঙের গোলাটার মধ্যে কি কিছু দেখতে পাচ্ছেন? খুব ভালো করে চোখ কাছে নিয়ে দেখতে হবে। তাহলেই হয়তো বা আপনি কিছু একটা খুজে পাবেন এবং সঠিক উত্তরটি দিতে পারবেন।
হ্যাঁ, এই লাল গোলটার মধ্যে রয়েছে ঝাপসা একটি জিনিস। কিন্তু কী আশ্চর্য, খালি চোখে এ পৃথিবীর অনেকেই সেটা দেখতে পাচ্ছে না। বরং, কেউ কেউ এমন মজার মজার জিনিস দেখার কথা বলছেন, যেগুলো এর মধ্যে নেই। আপনিও কি তেমনই কিছু বলবেন?