পেটের ৩ পয়েন্টে আঙুল ঘোরালেই মিরাক্কেল !
মাঝেমধ্যেই গ্যাস বেলুনের মতো পেট ফুলে ওঠা বড়ই অস্বস্তিকর বিষয়। বিশেষ করে খাদ্য তালিকা উনিশ থেকে বিশ হলেই গ্যাসে অস্থিরতায় ভুগতে থাকেন। কী করণীয় কিছুই বুঝে উঠতে পারেন না? গ্য়াসের ওষুধে অভ্যস্ত না হয়ে পেটের তিনটি পয়েন্টে চাপ দিয়ে সহজেই স্বস্তি পেতে পারেন। এ জন্য মাত্র মিনিট পাঁচেকই যথেষ্ট। এখানে এ বিষয়ে জেনে নিন। দেখুন কাজ হয় কিনা।
পয়েন্ট ১
নাভি থেকে ঠিক পাঁচ আঙুল ওপরে, নাভি বরাবর সরলরেখায় যে পয়েন্ট হয়, সেখানে আঙুল দিয়ে হালকা চাপে ম্যাসাজ করুন। ঘড়ির কাঁটা বরাবর কিছুক্ষণ আঙুল ঘুরিয়ে, পরক্ষণেই ঘড়ির কাঁটার উল্টো দিকে ম্যাসাজ করুন। এভাবে তিন মিনিট করলেই ফল পাবেন। পাকস্থলিতে জমে থাকা গ্য়াস মুহূর্তে বেরিয়ে, আপনাকে আরাম দেবে।
পয়েন্ট ২
নাভি থেকে ঠিক এক আঙুল ছেড়ে ওপরের দিকে একইভাবে ম্যাসাজ করতে থাকুন তিন থেকে চার মিনিট। গ্যাসের কারণে পেটে ব্যথা করলে, তা কমে যাবে।
পয়েন্ট ৩
নাভি থেকে ঠিক পাঁচ আঙুল ছেড়ে নীচের দিকে অর্থাত্ তলপেটে একইভাবে ক্লক ও অ্যান্টি ক্লক অনুযায়ী আঙুল ঘুরিয়ে ম্যাসাজ করুন। এতে শুধু দ্রুত গ্যাসই বেরোবে না। একই সঙ্গে অন্ত্রের সক্রিয়তা বাড়িয়ে তুলবে।