দুধে মেশান রসুন, পালাবে সর্দি থেকে যৌন রোগ
সাম্প্রতিক এক গবেষণায় এমন একটি ঘরোয়া উপাদানের কথা বলা হযেছে, যার সাহায্যে সহজেই প্রতিরোধ করতে পারে ভাইরাস ও সর্দি-জ্বরের আক্রমণ। শুধু তাই নয়, বাতের ব্যথার মতো রোগও প্রতিরোধ করবে।
এটি তৈরি করতে এক কাপ দুধ, তিন কোয়া রসুন, এক চামচ হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো চিনি ও পানি প্রয়োজন।
প্রথমে দুধ ও জল মিশিয়ে একটু পাতলা করে নিন। এর মধ্যে রসুনের কোয়াগুলো থেঁতলে দিন। দুধের সঙ্গে সেগুলো মিশে গেলে হলুদ গুঁড়ো ও চিনি দিয়ে নে়ড়ে নিন। প্রয়োজনে পছন্দমতো ফ্লেভারও মেশাতে পারেন দুধে। ১০ মিনিট পর গরম করলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া ওষুধ।
বিশেষজ্ঞদের দাবি, রসুন-দুধ অ্যাজমা প্রতিরোধেও কাজে আসে। এছাড়া শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের সমস্যা কমায় এটি। রসুন-দুধের মিশ্রণ যৌনক্ষমতা বাড়ায়।