শিঁরদাড়ায় ব্যথার সম্ভাবনা: কোমর, শিঁরদাড়া ইত্যাদিতে ব্যথার অন্যতম কারণই হল বেশিক্ষণ শুয়ে থাকা।
অতিরিক্ত ঘুমে মাথা ধরে : দিনের পর দিন বেশি ঘুমোলে মাথা ধরা অভ্যাসে পরিণত হয়ে যায়। দিনে ৭ ঘণ্টার বেশি ঘুমোলে অনেকেরই এই রোগ ধরতে পারে।
মানসিক অবসাদ: অসুস্থ শরীর প্রতিদিনের ওষুধের নিয়মের মধ্যে থাকলে মানসিক অবসাদ বয়ে নিয়ে আসে।
হার্টের ব্যামো বাড়ে: মাত্রাতিরিক্ত ঘুম দিনের পর দিন ঘুমোলে হার্টের সমস্যা দেখা দেয়। দিনে ৮-৯ ঘণ্টার বেশি ঘুমানো ব্যক্তিরা বেশি করে হার্টের সমস্যায় ভোগেন।
কম বয়সের বুড়িয়ে যাওয়া: বেশি ঘুমোলে কম বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়।
গর্ভধারণে সমস্যা: বেশি ঘুমোলে সন্তানের জন্ম দিতে সমস্যা হয়। মায়েরা গর্ভধারণ করতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হন।
ডায়বেটিসের সমস্যা বাড়ে: বেশি ঘুম ডায়বেটিসের সমস্যাকে তাড়াতাড়ি ডেকে আনে ও তা থাকলে বাড়িয়ে তোলে।
ত্বক বুড়িয়ে যায়: কম ঘুমোলেও অল্প বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়।
মানসিক অবসাদ বাড়ে: ইনসোমনিয়া বা নিদ্রাহীনতা মানসিক অবসাদকে কয়েকগুণ বাড়িয়ে দেয়।
যৌন অক্ষমতা: ঘুমের অপ্রতুলতা যৌন ক্ষমতাকে কমিয়ে দেয়।
হার্টের সমস্যা: বেশি ঘুম যেমন হার্টের সমস্যা বাড়ায় তেমনই কম ঘুমও হার্টের সমস্যাকে বাড়িয়ে তোলে।
পথ দুর্ঘটনার সম্মুখীন করে: এক সমীক্ষায় দেখা গিয়েছে, অমনোযোগী চালকরাই পথদুর্ঘটনার কবলে পড়েন। এবং এর মুখ্য কারণই হল কম ঘুম হওয়া।
মস্তিস্কের ক্ষমতা কমিয়ে দেয়: দিনের পর দিন কম ঘুম হলে তা মস্তিষ্কের ক্ষমতাকে কমিয়ে দেয়, মনোসংযোগের ক্ষমতা কমে যায়।