যত বেশি নেইল পলিশ তত বেশি ওজন!
কলকাতা টাইমস :
ফ্যাশনইমেজ সচেতন মেয়েরা নেইল আর্ট করাতে বড্ড ভালোবাসেন। কিন্তু আঙুলে যত নেইল পলিশ লাগানো হবে, ততই নাকি বাড়বে ওজন। চমকে উঠলেন তো? গবেষণা অন্তত তা-ই বলছে। ইউনিভার্সিটি অব জর্জিয়ার এক রিপোর্টে বলা হয়েছে, নেইল পলিশ যত বেশি লাগাবেন ততই এগিয়ে যাবেন ওবেসিটির দিকে।
নেইলপলিশের সঙ্গে ওজনের সম্পর্ক কি এমন প্রশ্নের ব্যাখ্যা ওই রিপোর্টে প্রকাশিত হয়েছে। নেইল পলিশে থাকা কেমিক্যাল বিবিপির সংস্পর্শে শরীরে ফ্যাট জমতে থাকে। শুধু তাই নয়, বিবিপি’র ফলে শরীরে ফ্যাট জমে তা একসময় ওবেসিটির রূপ নেয়। তাই নেইল পলিশে নোখ রাঙানোর আগে একটু ভাবুন!