November 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

‘৭৫ বছর চলার’ কথা বলে ফের কোন নতুন চালে নওয়াজ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বে পাকিস্তান সফর সেরে এলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সাংহাই কো অপারেশনের বৈঠকে যোগ দিতেই তাঁর ইসলমাবাদ সফর ছিল। এই সফরে অবশ্য যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু সে পাকিস্তানকে এড়িয়ে যেতে বা চীনকে বার্তা দিতেই এসসিও বৈঠকে নিজে না গিয়ে পাঠানো হয় বিদেশমন্ত্রীকে।  তবে জয়শঙ্করের আগমনেও যে পাকিস্তান বেজায় খুশি তাই জানিয়ে দিলেন পড়শী দেশেরপ্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। 

লাহোর এক সাংবাদিক সম্মেলনে  বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাদা জানালেন, ভারতের প্রধানমন্ত্রী এলে ভালো হাত। কিন্তু তাঁর বদলে বিদেশমন্ত্রীর উপস্থিতেও বেজায় খুশি পাকিস্তান। ভারতের এই উপস্থিতিতে দুই দেশের সম্পর্কে ইতিবাচক বার্তাই গিয়েছে বলে নওয়াজ শরীফের মত। সঙ্গে তিনি আরও বলেন, ৭৫ বছরের রেষারেষির ইতিহাস ভুলে এবার আগামী ৭৫ বছর হাতে-হাত মিলিয়ে চলার সময়।  ভারতকে বন্ধুত্বের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর আবেদন, দু’পক্ষকেই আলোচনার টেবিলে বসতে সমস্ত অভিযোগ মিটিয়ে ফেলতে হবে।  

তবে নওয়াজ শরীফের এই বার্তা বা আবেদনকে মোটেও গুরুত্ব দিতে নারাজ ভারতের রাজনৈতিক মহল। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে পাকিস্তান ভারতের সীমানা আগ্রাসী চীনের সঙ্গে সমস্ত রকম বন্ধুত্ব পালন করে চলেছে আর অন্যদিকে ভারতকে বন্ধুত্বের বার্তা দিচ্ছে। এটা কী ধরণের রাজনীতি ? 

উল্লেখ্য, ইসলামাবাদে পৌঁছে শাহবাজ শরিফের নৈশভোজেও যোগ দেন ভারতের বিদেশমন্ত্রী। নৈশভোজের আগে শাহবাজের সঙ্গে করমর্দন করতে দেখা যায় তাঁকে। তবে শরিফ এবং জয়শংকরের সৌজন্য-সাক্ষাৎ হলেও কোনও দ্বিপাক্ষিক বৈঠক যে হবে না সেটা আগেই স্পষ্ট করে দিয়েছিল নয়াদিল্লি। কারণ ভারত বা পাকিস্তান কারও তরফেই দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহ দেখানো হয়নি।

Related Posts

Leave a Reply