January 19, 2025     Select Language
KT Popular অন-এ-প্লেট

মজাদার ব্যানানা ব্রেড

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
সামগ্রী : ময়দা – ২ কাপ,  বেকিং সোডা এক টেবিল চামচ, লবণ ১/৪ চামচ, মাখন – ১/২ কাপ,  ব্রাউন সুগার, ৩/৪ কাপ, কলা ২ টি।

পদ্ধতি :  একটি বড় পাত্রে ময়দা, বেকিং সোডা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। আরেকটি পাত্রে চিনি, ক্রিম ও ডিমের মিশ্রণ একত্রে ভালোভাবে ফেঁটে নিন।  মৃদু আঁচে একটি প্যান উনানে রাখুন।  উভয় মিশ্রণ একসঙ্গে আরেকটি পাত্রে নিয়ে তা প্যানে ঢালুন। এরপর পাত্রটি ৬০-৬৫ মিনিট উনানে  রাখুন। তৈরি হয়ে গেলো মজাদার ব্যানানা ব্রেড।

Related Posts

Leave a Reply