November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

লালই কেন সবের মূলে ? রহস্যটা যে এমনই 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

লালের প্রাধান্য সব সময়ই,বিশেষ করে হিন্দু বিয়েতে।কনের সাজসজ্জা থেকে সিঁদুর – সবের মধ্যেই লাল।লাল এক উষ্ণ রঙ।এটা এক ব্যক্তির মধ্যে এক অন্য রকমের শক্তির সঞ্চার করে।এই রঙ আপনার আবেগ ফুটিয়ে তোলে।লাল আপনার আশা আকাঙ্ক্ষা উদ্দীপ্ত করে ও আপনার জীবনে দৃঢ়তা আনে।লালের এই মাহাত্ম্য চিরকালীন,অবিচল এবং ভারতীয় সংস্কৃতিতে এর প্রয়োগ যথেচ্ছ।যে কোনও শুভ কাজে লালের প্রয়োগ অবশ্যই হবে।লাল ভারতীয়দের মতে পুণ্যের চিহ্ন ও একজনের ব্যক্তিগত জীবনের এক বিশেষ সময়,স্থান ও কার্য্যের প্রতীক।

সিঁদুর

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সিঁদুর হল দেবী পার্বতী বা সতীর চিহ্ন।হিন্দু জ্যোতিষ অনুযায়ী,মেষরাশির অবস্থান কপালে।মেষের দেবতা হল মঙ্গল।যেহেতু মঙ্গলগ্রহের রঙ লাল,তাই শুভ মানা হয়।এর ফলে সৌভাগ্যের প্রতীক।তাই মানা হয় লাল রঙের সাথে সৌভাগ্যের প্রতীক।তাই মানা হয় লাল রঙের সাথে সৌভাগ্যের আগমন হয়।

তিলক

তিলক এমন স্থানে পরানো হয় যেটা ভগবান শিব,ধ্বংসের দেবতার চোখ বলে মানা হয়।তাই তিলক লাগানোর তাৎপর্য্য হল সেটা সমস্ত বিনাশকারি,ক্ষতিকারক শক্তির বিরুদ্ধে রক্ষা করে অন্তরের ঞ্জানকে।

যৌনতার রঙ

লাল রঙ ইতিবাচক শক্তির সঞ্চার করে যা যৌন ইচ্ছার উদ্রেকারী মনে করা হয়।এই জন্যই বিয়েতে কনেকে লাল রঙে সাজানো হয়।

লাল ক্ষুধা বাড়ায়

বলা হয় লাল রঙ ক্ষুধা বৃদ্ধি করে।সেইজন্যে অনেক সময় রেঁস্তোরাও লাল রঙে সাজানো হয়ে থাকে।

সাফল্য ও আকাঙ্ক্ষার রঙ

লাল কিছু অনুভূতির উদ্রেক করে যেমন – ঝুঁকি নেওয়ার সাহস,ভালবাসা,দৃঢ়তা,নমনীয়তা,ক্ষমতা,সংবেদনশীলতা,যৌনতা,উত্তেজনা,আত্ম-বিশ্বাস ও একাগ্রতা।

লালের অন্যদিক: শুভ,মঙ্গলময় দিক ছাড়া লালের কিছু নেতিবাচক দিকও আছে।মানুষের মধ্যে চাপা রাগ,উষ্ণস্বভাব, ঈর্ষা ও হিংসার উদ্রেক করে থাকের লাল রঙ।

Related Posts

Leave a Reply