বয়স্কদের জীবন বাঁচাতে অবশ্যই আনুন এই জুতো
একটা জুতা যে মানুষের জীবন বাঁচাতে পারে, তা এই স্মার্ট জুতাটি না দেখলে জানা সম্ভব নয়। জুতাটিতে রয়েছে কয়েকটি সেন্সরসহ আধুনিক প্রযুক্তির সমাহার। আর এতেই জীবন বাঁচানো সম্ভব জুতাটি ব্যবহার করে। এসব গুণের কারণে জুতাটিকে অনেকেই ‘জীবন রক্ষাকারী জুতা’ বলছে।
স্মার্ট জুতাটি বানিয়েছে ই-ভোন নামে একটি ফরাসি জুতা নির্মাতা প্রতিষ্ঠান। তবে জুতার জগতে ই-ভোন কোনো নতুন প্রতিষ্ঠান নয়। তাদের দীর্ঘ ৯০ বছর ধরে জুতা তৈরির ইতিহাস রয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের স্মার্ট জুতায় রয়েছে কয়েকটি সেন্সর ও জিপিএস সিস্টেম। আর এ সিস্টেমের সহায়তায় প্রত্যেক পরিধানকারীর পদক্ষেপের সুস্থতা নির্ণয় করা হয়। কোনো অস্বাভাবিক পদক্ষেপ ফেললেই তা জুতার সেন্সর ধরতে পারে এবং অ্যাম্বুলেন্স ডাকাসহ প্রয়োজনীয় কাজ করতে পারে।
জিপিএস থাকায় এ জুতার মালিক ঠিক কোন জায়গায় রয়েছে তাও জানা সম্ভব।
বয়স্ক ব্যক্তিদের জন্য এ জুতা অত্যন্ত কার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কারণ বয়স বাড়লে তাদের নানা দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। আর জুতাটির সেন্সর সহজেই এ দুর্ঘটনা নির্ণয় করতে পারে। এমনকি পিছলে পড়ে গেলেও জুতাটি তা নির্ণয় করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।